ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জয় দিয়ে সেমিতে বার্সা

প্রকাশিত: ০৩:৫৫ এএম, ২৯ জানুয়ারি ২০১৫

ব্রাজিলিয়ান তারকা নেইমারের জোড়াগোলে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে’র সেমিফাইনালে পৌঁছেছে বার্সেলোনা। বুধবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে স্বাগতিকদের ৩-২ গোলে হারায় লুইস এনরিকের শিষ্যরা।

প্রথম লেগে ১-০ গোলে জয় পাওয়ায় একটু নির্ভার হয়েই মাঠে নেমেছিল বার্সা। কিন্তু খেলা শুরুর ১ মিনিটে ফার্নান্দো তোরেস গোল করে এগিয়ে দেয় অ্যাটলেটিকোকে। খেলার ৯ মিনিটে নেইমার গোল করে বার্সাকে সমতায় ফেরায়।  

খেলার ৩০ মিনিটে রাউল গার্সিয়া পেনাল্টি থেকে গোল করলে ২-১ লিড নেয় অ্যাটলেটিকো।  তবে বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি দলটি। গোয়াই মিরান্দার আত্মঘাতী গোলে আবার সমতায় ফিরে বার্সা।

খেলার ৪১ মিনিট কাউন্টার অ্যাটাক থেকে নেইমার দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোল করলে বার্সা এগিয়ে যায় ৩-২ গোলে। খেলার দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি কোনও দলই। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে এগিয়ে সেমিফাইনাল পৌঁছায় বার্সা।

এমআর/এমএস