জরিমানা গুনতে হচ্ছে মরিনহোকে
বিতর্কিত মন্তব্য করায় ফের জরিমানা গুনতে হচ্ছে চেলসি কোচ হোসে মরিনহোকে। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন চেলসির কোচকে ২৫,০০০ পাউন্ড জারিমানা করেছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের সঙ্গে ম্যাচের শেষ দিকে ডাইভিংয়ের অভিযোগে চেলসির মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাসকে হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচ শেষে এটাকে প্রতিপক্ষের প্রচারের ফল বলে উল্লেখ করেন চেলসির কোচ মরিনহো।
তিনি আরও বলেন,এটা সম্পূর্ণ প্রচারের ফল। প্রতিপক্ষের কোচ ও সাংবাদিকদের প্ররোচনায় রেফারি প্রভাবিত হয়ে এই হলুদ কার্ড দেখিয়েছেন। সবাই আমাদের বিরুদ্ধে যেন যুদ্ধে নেমেছে।
রেফারির সিদ্ধান্তের বিপক্ষে এমন কড়া মন্তব্যের পর জরিমানা গুনেই পার পেলেন তিনি। কয়েক ম্যাচ স্টেডিয়ামে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনাও ছিল তার।
ইংলিশ প্রিমিয়ার লীগে ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
এমআর/এমএস