সেমিফাইনালে বার্সার মুখোমুখি ভিয়ালিয়াল
বার্সেলোনার পর স্পেনের কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে ভিয়ারিয়াল, অ্যাতলেটিকো বিলবাও ও এস্পানিওল। গেতাফেকে ভিয়ারিয়াল, মালাগাকে বিলবাও এবং সেভিয়াকে হারিয়ে শেষ চারের টিকিট কেটেছে এস্পানিওল।
বার্সার কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ন্যু কাম্পে আগামী ১১ ফেব্রুয়ারি সেমিফাইনালে বার্সার মুখোমুখি হবে ভিয়ারিয়াল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ভিয়ারিয়াল ১-০ গোলে জিতেছে গেতাফের বিপক্ষে। জয়সূচক গোলটি করেছেন ফরোয়ার্ড গেরার্ড মোরেনো। প্রথম লেগেও গেতাফের বিপক্ষে একই ব্যবধানে জয় পেয়েছিল তারা।
দল সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পর খুশি ভিয়ারিয়াল কোচ মার্সেলো গার্সিয়া। বলেছেন, ‘ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছি আমরা। আর দুটি ম্যাচ পরই ফাইনাল। আমাদের প্রতিপক্ষ খুবই কঠিন। তবে নিজেদের সেরাটা খেলতে পারলে সব কিছুই সম্ভব।’
এদিকে, প্রতিযোগিতার আরেক সেমিফাইনালে অ্যাতলেটিকো বিলবাও খেলবে এস্পানিওলের বিপক্ষে। প্রথম লেগে গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় লেগে মালাগার বিপক্ষে ১-০ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে বিলবাও। আর দুই লেগ মিলে সেভিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে এস্পানিওল।
এমএস