ঢাকায় আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপের খেলা
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সিলেটে হওয়ায় ঢাকার ফুটবল দর্শকরা এতদিন ছিলেন টিভির সামনে। বাহরাইন ও সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে ঢাকার দর্শকদের জন্য বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হচ্ছে আজ।
ঢাকার ফুটবল দর্শকরা অপেক্ষায় আছেন শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচটা দেখার জন্য। কারণ এর আগে শ্রীলংকার বিরুদ্ধে যশোর এবং রাজশাহীর ম্যাচটা দেখা হয়নি তাদের। কিন্তু ঢাকায় টুর্নামেন্ট আসার আগেই দর্শকদের হতাশ করেছেন এমিলি,মামুনুলরা। তারপরও নতুন স্বপ্ন নিয়ে মাঠে যাবেন দর্শক,এমন প্রত্যাশা সবার।
টুর্নামেন্টের তিনটি খেলা সিলেটে হয়েছে এখন আজ থেকে তিনটি খেলা বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যদি প্রথম সেমিফাইনাল ম্যাচ সিলেটে না হয় তাহলে বাড়তি একটি ম্যাচ দেখতে পারবেন ঢাকার দর্শক। বঙ্গবন্ধু স্টেডিয়ামও প্রস্তুত খেলা আয়োজনের জন্য। বাফুফের নিজেদের আয়োজনে প্রায় ১৬ বছর পর আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আসর আয়োজন করলো। শুরুটা সিলেটে এখন শেষটা হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
এমআর/এমএস