২-২ গোলে সমতায় ফিরলো বাংলাদেশ
প্রায় এক যুগ পর আন্তর্জাতিক কোন ফুটবল টুর্নামেন্টের শিরোপার জয়ের প্রত্যাশায় স্বাগতিক বাংলাদেশ। মাঠের খেলায় ছন্দপতন ক্ষণে ক্ষণেই উত্তেজনা বাড়চ্ছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৩২ মিনিটেই প্রথম গোলের দেখা পায় মালয়েশিয়া। দুর্দান্ত এক ফ্রি কিকে বাংলাদেশের জাল কাঁপান মালয়েশিয়ার অধিনায়ক নাজিরুল। ডিফেন্ডারের এই চমৎকার বাকানো শটটি অনেক উপরে লাফ দিয়েও রক্ষা করতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক শহিদুল।
আট মিনিটের ব্যবধানে আরও একটি গোল করে মালয়েশিয়া লিড নেয় ২-০ গোলে। বাংলাদেশের রক্ষণভাগকে বোকা বানিয়ে এই গোলটি করেন মালয়েশিয়ার ভারতীয় বংশোদ্ভোুত খেলোয়াড় কুমারান।
প্রথমার্ধের শেষ মুহুর্তে বাংলাদেশ প্রাণপণ চেষ্টা করেও পায়নি কাঙ্খিত গোল। তবে দ্বিতৃয়ার্ধের খেলা শুরু হওয়ার পর এমিলির পা থেকে গোলের দেখা পায় ম্বাগতিকরা। পরবর্তিতে খেলার ৫৪ মিনিটের মাথায় ইয়াসির খানের গোলের ফলে ২-২ গোলে সমতায় আসে বাংলাদেশ।
উল্লেখ্য, বঙ্গবন্ধু গোল্ডকাপের এই ফাইনাল খেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পুত্র সজিব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত রয়েছেন।
আরএস/আরআই