কোচ হিসেবে থাকছেন ক্রুইফ
আগামী মার্চে ঢাকায় অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব দেওয়া হয়েছে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে। বঙ্গবন্ধু গোল্ডকাপে দলকে ফাইনালে নিয়ে যাওয়ায় পুরস্কার পেলেন ডাচ এই কোচ। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, মঙ্গলবার ক্রুইফ দেশে ফিরে যাবেন। মার্চের মাঝামাঝি আবার এসে দলের দায়িত্ব নেবেন। নতুন মেয়াদে তিন সপ্তাহের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।
২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকায় হতে যাওয়া টুর্নামেন্টটি আসলে অলিম্পিকের বাছাই পর্ব। এই প্রতিযোগিতার ‘ই’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে খেলবে সিরিয়া, উজবেকিস্তান ও ভারত।
কোচ অবশ্য এখনই বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই নিয়ে মাথা ঘামাতে নারাজ। তার ভাবনায় শুধুই এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই। গতকাল এ সম্পর্কে কোচ বলেন, আমি বাংলাদেশের সঙ্গেই থাকছি। তবে চুক্তিটা কীভাবে হচ্ছে, তা নিয়ে এখন ভাবছি না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমিই কোচের দায়িত্বে থাকছি।
এর আগে গত অক্টোবরে অব্যাহতি দেওয়া হলেও বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য ফিরিয়ে আনা হয় ক্রুইফকে। টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র পাঁচ দিন আগে ঢাকায় এসে মামুনুল-এমিলিদের দায়িত্ব নেন তিনি। এত অল্প সময়ে একটি দলকে রানার্সআপ করানোও সহজ নয়। শিরোপা এনে দিতে না পারলেও বাংলাদেশের পরবর্তী টুর্নামেন্টে তাঁর ওপরই আস্থা রাখল বাফুফে।
এমআর/আরআইপি
সর্বশেষ - খেলাধুলা
- ১ আমি বেগম জিয়ার হাত থেকেই রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি: নান্নু
- ২ খালেদা জিয়ার মৃত্যু: ফাইনাল বাতিল করে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা
- ৩ প্রয়াত খালেদা জিয়ার স্মৃতিচারণ করে যা বললেন বিসিবি সভাপতি
- ৪ বিপিএলে নাটকীয় মোড়, বাতিল হওয়া ম্যাচের সূচি পরিবর্তন
- ৫ ২০১১ বিশ্বকাপ নির্বিঘ্ন করতে আইসিসিকে চিঠি দিয়েছিলেন খালেদা জিয়া