সবুজ টার্ফের পরিবর্তের নীল টার্ফ
আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট হয় নীল টার্ফে। অথচ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলা হতো সবুজ টার্ফে। শেষ পর্যন্ত সবুজ টার্ফ সরিয়ে বসানো হয়েছে নীল টার্ফ। আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) এবং জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ সহযোগিতায় নতুন এই টার্ফ পেয়েছে হকি ফেডারেশন।
হকি ফেডারেশন অনেক দিন ধরে চেষ্টা করছিল নীল টার্ফ বসানোর। সেই প্রচেষ্টা বাস্তবায়িত হলো অবশেষে। টার্ফটি দিয়েছে এফআইএইচ। চুক্তিতে মূল্যের কিছু অংশ দেওয়ার কথা ছিল নির্মাতা জার্মানির পলিটন কোম্পানিকে। কারণ তাদের কাছ থেকে এই টার্ফ কেনা হয়েছে। ফেডারেশনের পক্ষে সেই টাকা পরিশোধ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এরই মধ্যে টার্ফ বসানোর কাজ শেষও হয়েছে। এখন তা উদ্বোধনের অপেক্ষায়।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানালেন প্রধানমন্ত্রীকে দিয়ে এই টার্ফের উদ্বোধন করাতে চাই আমরা। আমরা সে চেষ্টা করে যাচ্ছি। এ মাসের শেষ দিকে জাতীয় স্কুল হকির ঢাকা পর্বের খেলা দিয়ে নতুন টার্ফের যাত্রা শুরু হতে পারে।
এমআর/আরআইপি
সর্বশেষ - খেলাধুলা
- ১ আমি বেগম জিয়ার হাত থেকেই রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি: নান্নু
- ২ খালেদা জিয়ার মৃত্যু: ফাইনাল বাতিল করে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা
- ৩ প্রয়াত খালেদা জিয়ার স্মৃতিচারণ করে যা বললেন বিসিবি সভাপতি
- ৪ বিপিএলে নাটকীয় মোড়, বাতিল হওয়া ম্যাচের সূচি পরিবর্তন
- ৫ ২০১১ বিশ্বকাপ নির্বিঘ্ন করতে আইসিসিকে চিঠি দিয়েছিলেন খালেদা জিয়া