ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দ. আফ্রিকার সংগ্রহ ৪০৮ রান

প্রকাশিত: ০৬:২৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যেতে পুল "বি"র বিগ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করেছে ৪০৮ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৮ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে প্রোটিয়াদের। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে পয়েন্টে রাসেলের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন প্রোটিয়া বাঁহাতি ব্যাটসম্যান ডি কক (১২ রান)। এরপর হাশিম আমলা ও ফ্যাফ ডু প্লেসিস ১২৭ রানের দ্বিতীয় উইকেট জুটি করে প্রথমিক বিপর্যয় কাটিয়ে ওঠেন।

কিন্তু গেইলের ওভারে আমলা ও ডু প্লেসিস আউট হলে কিছুটা চাপে পড়ে প্রোটিয়ারা। তবে অধিনায়ক ডি ভিলিয়ার্স আর রোসিউর জুটি বড় সংগ্রহর দিকে নিয়ে যাচ্ছে প্রোটিয়াদের।

দক্ষিণ আফ্রিকা একাদশ:
হাশিম আমলা, কুইন্টনন ডি কক, ফ্যাফ ডু প্লেসিস, রিলে রোসিউ, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, ফারহান বেহারডিয়েন, কাইল অ্যাবট, ডেল স্টেইন, মরনে মরকেল ও ইমরান তাহির।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, লেন্ডন সিমন্স, জোনাথন কার্টার, ড্যারেন সামি, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, জেরোম টেইলর ও সুলেমান বেন।

এমআর/এআরএস/এমএস