ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ০৮:৫০ এএম, ০৬ মার্চ ২০১৫

বিশ্বকাপে পুল `বি` এর ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ক্রিস গেইলের দল ওয়েস্ট ইন্ডিজ। পার্থের ওয়াকা গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিন্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

খেলার শুরুতেই বিপর্যয়ে পড়েছে ক্যারিবীয়রা। শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৫ রান। মাঠে আছেন জেসন হোল্ডার ও ড্যারেন স্যামি।

কোয়ার্টার ফাইনালে খেলার পথে এগিয়ে যেতে দু’দলকেই জিততে হবে এই ম্যাচে। পুল `বি` থেকে তিন ম্যাচে সবক’টিতে জিতে শীর্ষে আছে ভারত। চার ম্যাচ খেলে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে ক্যারিবীয়রা।

বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েই কোয়ার্টার ফাইনালে যেতে চান ক্যারিবীয়রা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে চায় ভারত, এমনটাই জানিয়েছেন অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।

ভারতের দল :
রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিজন্দ্র অশ্বিন, মোহিত শর্মা, মোহাম্মদ সামিও উমেশ যাদব।

ওয়েস্ট ইন্ডিজ দল :
ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন (উইকেট কিপার), লেন্ডল সিমন্স, জোনাথান কার্টার, ড্যারেন স্যামি, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার (অধিনায়ক), কেমার রোচ ও জেরোমি টেইলর।

বিএ/এমএস