ইংল্যান্ডের বিপক্ষে জিতলে মোটা অঙ্কের পুরস্কার: পাপন
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ওপেনিংয়ে আরো ভাল শুরু করা উচিত ছিল বাংলাদেশের।
অ্যাডিলেডে খেলা দেখতে এসে তিনি আরো জানান, ইংলিশদের বিপক্ষে যদি বাংলাদেশ জিততে পারে, সেক্ষেত্রে দলকে মোটা অংকের অর্থ পুরস্কার দিবে ক্রিকেট বোর্ড।
এ সময় বিসিবি সভাপতি বলেন, ` মাশরাফির প্রথম থেকে ইচ্ছে ছিলো অতিরিক্ত একটা বোলার নেয়ার। কারণ ৮ নম্বর ব্যাটসম্যান সাধারণত ব্যাট করার তেমন সুযোগ পায় না। তবে রান যা হয়েছে তা যদি জয়টা নিশ্চিত করে তাহলে বোর্ডের বাইরেও তাদের জন্য মোটা অঙ্কের পুরস্কার থাকবে।`
এআরএস/এমএস