ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৩০ ওভারে আইরিশদের সংগ্রহ ১৪৪

প্রকাশিত: ০৩:০৬ এএম, ১০ মার্চ ২০১৫

কোয়ার্টার ফাইনালের মিশনকে সামনে রেখে আজ মঙ্গলবার হ্যামিল্টনের সেডন পার্কে শক্তিশালী ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৩১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রান। নেইল ও’ব্রায়েন ২৯ রান নিয়ে ব্যাট করছে।

আয়ারল্যান্ডের বিশ্বকাপ কাটছে স্বপ্নের মত। চার ম্যাচে ছয় পয়েন্ট। আর একটি ম্যাচ জিতলেই দলটি প্রথমবারের মত পৌঁছে যাবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। অবশ্য তাদের প্রতিপক্ষ ভারত বিশ্বকাপের চার ম্যাচের চারটিতে জিতে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

ভারত একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবিচন্দ্র অশ্বিন, রবিন্দ্র জাদেজা, মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), মুহিত শর্মা, মোহাম্মদ শামি এবং উমেশ যাদব।

আয়ারল্যান্ড একাদশ: উলিয়াম পোর্টারফিল্ড, পল স্টারলিং, অ্যাড  জয়েস, অ্যান্ডি বিলব্রিনি, নেইল ও’ব্রায়েন, কেভিন ও’ব্রায়েন, গ্যারি উইলসন, জন মুনি, জর্জ ডকরেল, অ্যালেক্স কুসাক এবং অ্যান্ডি ম্যাকব্রিন।

এমআর/আরআইপি