সেমি-ফাইনালে অংশ নেয়ার জন্য আমরা প্রস্তুত : সাকিব
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নিউ জিল্যান্ড শিবিরে আতংক ছড়িয়ে দেবার পর সাকিব আল হাসান বলেছেন, তাদের পরবর্তী লক্ষ্য ভারত। সেমি-ফাইনালে ভারতকে নিয়ে টাইগারদের মধ্যে কোনো ভয় কাজ করছে না বলেও উল্লেখ করেন বিশ্ব সেরা অল রাউন্ডার।
শুক্রবারের ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর মাত্র ৩ উইকেটে নিউ জিল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। ফলে ‘এ’-গ্রুপের চতুর্থ দল হিসেবে শেষ আটে লড়তে হবে টাইগারদের। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’-গ্রুপের চ্যাম্পিয়ন ভারত।
মাশরাফির পরিবর্তে শুক্রবার বাংলাদেশ দলের নেতৃত্ব দেয়া সাকিব ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, ‘আমরা সামনে এগিয়ে যাবার রশদ পেয়ে গেছি। আজ (শুক্রবার) আমরা যেভাবে খেলেছি আমার মনে হয় ভালোই হয়েছে। যা কোয়ার্টার ফাইনালে আমাদের অনুপ্রাণিত করবে।’
তিনি আরো বলেন, ‘আমরা এখনো মনে করি না কোয়ার্টার ফাইনালের ম্যাচটি আমাদের জন্য খুব একটা কঠিন হবে। বরং আমার মনে হয় ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ হবে। সেখানে প্রচুর দর্শক সমাগম ঘটবে। এখন আমরা বিশ্বকাপে নিজেদের প্রথম সেমি-ফাইনালে অংশ নেয়ার জন্য প্রস্তুত।’
সাকিব বলেন, ‘সত্যি কথা বলতে আমাদের প্রথম লক্ষ্য ছিল কোয়ার্টার ফাইনালের টিকিট অর্জন করা। এখন একটি মাত্র ম্যাচের মামলা। নিজেদের দিনে সেখানে যে কোন কিছুই ঘটতে পারে। এখন আমরা নিজেদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করবো। আমার মনে হয় খেলোয়াড়রা এটির জন্য যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত।’
সাকিব বলেন, ‘নিউ জিল্যান্ডের কাছে পরাজিত হওয়াটা আমাদের জন্য হতাশার ব্যাপার। আমাদের হারিয়ে তারা এখন ছয় ম্যাচের সবক’টিতে জয়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো।’
কিন্তু বিশ্বকাপের এই সহ-আয়োজকদের উদ্দেশ্য ছুঁড়ে দেয়া ২৮৯ রানের লক্ষ্য অতিক্রম করতে গিয়ে তাদেরকে রীতিমত ঘাম ঝড়াতে হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ১২৮ রানে ভর করে টাইগাররা ৭ উইকেটে ২৮৮ রান করতে সক্ষম হয়। টুর্নামেন্টে এই প্রথম নিউ জিল্যান্ডে তাদের প্রতিপক্ষ দলকে অলআউট করতে ব্যর্থ হয়েছে। জবাবে মার্টিন গাপটিলের ১০৫ ও রস টেইলরের ৫৬ রানে ভর করে ৪৮.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে নিউ জিল্যান্ড।
আরএস