ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতকে হারাতে পারে টাইগাররা : গাঙ্গুলী

প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৮ মার্চ ২০১৫

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বৃহস্পতিবার মেলবোর্নে নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে টাইগাররা ভারতকে হারাতে পারবে বলে মনে করেন ভারতের ক্রিকেট কিংবদন্তী সৌরভ গাঙ্গুলী। তবে তিনি ফেভারিট মানছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকেই। বুধবার মেলবোর্নে সাংবাদিকদের এমন কথা বলেন গাঙ্গুলী।

সৌরভ গাঙ্গুলী বলেন, কোয়ার্টার ফাইনাল দুটো দলের জন্যই গুরুত্বপূর্ণ। কিন্তু দেখো, আমি বাংলাদেশকে ভালবাসি এবং আমি সবসময়ই চাই বাংলাদেশ ভালো খেলুক। বাংলাদেশ যখন ইংল্যান্ডকে হারায় তখন ম্যাচটি আমি হ্যামিলটনে বসে দেখছি এবং আমি খুবই খুশি হয়েছিলাম। কিন্তু সবদিক থেকে দেখেও আমি মনে করি ভারত বাংলাদেশের থেকে ভালো টিম এবং শক্ত পোক্ত দল।

তিনি আরো বলেন, আমি জানি বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ জিতুক, কিন্তু সত্যি কথা বলতে গেলে ভারত এই রকম বড় টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন। তাই আমি মনেকরি ভারতই ফেভারিট।

গত দশ বছরে তিনি বাংলাদেশকে খুব কাছ থেকে দেখেছেন উল্লেখ করে বলেন, এই বিশ্বকাপে আমি সেরা বাংলাদেশ দলকে দেখেছি, তার কারণ বাংলাদেশের বোলিং। আমি আগেও বাংলাদেশের বিপক্ষে খেলেছি, বাংলাদেশের খেলোয়াড়দের আমি কাছ থেকে দেখেছি। আমি মনেকরি বাংলাদেশের শ্রেষ্ঠ দল এটি।

তিন টাইগার পেসার তাসকিন, রুবেল ও মাশরাফির প্রশংসা করে তিনি বলেন, তারা তিনজনই উইকেট টেকিং বোলার, সেদিক থেকে আমি মনেকরি বাংলাদেশ ভারতকে বেগ দেবে কিন্তু হারাতে পারবে না।

উল্লেখ্য, আর মাত্র কয়েক ঘণ্টা পরই মেলবোর্নে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ম্যাচে যে দল জয়লাভ করবে সে দল সরাসরি ওঠে যাবে সেমি ফাইনালে।

আরএস/আরআই