বাঘেরা দেশে ফিরছে রোববার
এবার অনেকদূরের পথে চোখ ছিলো বাংলাদেশের। কিন্তু আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বলি হয়ে কোয়ার্টার ফাইনালেই শেষ হলো বিশ্বকাপ মিশন। তাই এবার ফেরার পালা।
আগামী পরশু রবিবার বিশ্বকাপ আসর থেকে বিদায় নিয়ে দেশে ফিরছেন মাশরাফিরা। তবে এবারের ফেরাটা হবে মাথা উঁচু করে বীরের মতো। কারণ যাবার আগে টাইগারদের দলনেতা মাশরাফি দেশবাসীকে কথা দিয়েছিলেন কোয়ার্টার ফাইনাল খেলবে তার দল। আফগানিস্তান, স্কটল্যান্ডের পর ইংল্যান্ডকে পরাজিত করে সে কথা তিনি রেখেছেন। এমনকি গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকেও ঝাম ঝরিয়ে ছেড়েছে বাংলাদেশ।
আর কোয়ার্টার ফাইনালে ভড়কে যাওয়া ভারত ম্যাচ জিতে নিয়েছে আইসিসি ও আম্পায়ারদের সহযোগীতায়। সেমিতে না গেলেও, ১৬ কোটির মানুষের মনের মনিকোঠায় ঠিকই পৌঁছে গেছেন বাংলার দামাল ছেলেরা। তাই এবার হবে বীর বরণ।
বিসিবি সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাতটার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।
আশা করা হচ্ছে, মুশফিক-সাকিব-মাহমুদুল্লাহদের বরণ করে নিতে রবিবার বিমানবন্দরে হাজির থাকবেন ক্রিকেট ভক্তরা।
এলএ/পিআর