ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতকে ম্যাক্সওয়েলের হুমকি

প্রকাশিত: ০৭:০৮ এএম, ২২ মার্চ ২০১৫

আম্পায়ারদের বিতর্কিত কিছু সিদ্ধান্তে বাংলাদেশকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে বড় জয় নিয়েই  সেমিফাইনালে অস্ট্রেলিয়া। সিডনিতে বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মাঠে নামার আগেই মাঠের বাইরে শুরু হয়ে গিয়েছে কথার লড়াই।

গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি হুঁশিয়ারি উচ্চারন করে ম্যাক্সওয়েল বলেন, "ভারত যেন মনে রাখে বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে এই অস্ট্রেলিয়ার মাটিতেই একটাও ম্যাচ তারা জিততে পারেনি। আশা করি বিষয়টি ওদের ভালোই মনে রয়েছে।" সিডনিতেও সেই একই ফর্ম ধরে রেখে ভারতকে উড়িয়ে দিতে অজি বাহিনী যে প্রস্তুত তা ফের একবার মনে করিয়ে দিয়েছেন ম্যাক্সওয়েল।

শনিবার এক সংবাদ সম্মেলনে গ্লেন ম্যাক্সওয়েল বলেন,  ভারত যথেষ্ট শক্তিশালী দল। ফলে আমাদেরও নিজেদের খেলার মানকে অনেক উঁচুতে নিয়ে যেতে হবে। তবে বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে আলাদা কোনও গেমপ্ল্যান নিয়ে নামবেন না অজিরা,  স্পষ্ট করে দিয়েছেন ম্যাক্সওয়েল।

এমআর/এমএস