সেমিফাইনাল নিয়ে সাবেক ক্রিকেটারদের প্রতিক্রিয়া
উত্তেজনার বারুদে ঠাসা একটি সেমিফাইনাল উপভোগ করেছে ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনা শেষে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে সহ-আয়োজক নিউজিল্যান্ড।
মঙ্গলবারের তীব্র জমজমাট সেমিফাইনাল শেষে বিশ্বের সাবেক অনেক ক্রিকেটার টুইটারে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রতিক্রিয়া জানানো হয় আইসিসি ও দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রীর পক্ষ থেকে। সে-সবের চুম্বক অংশ তুলে ধরা হলো।
আইসিসি: বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট পেয়ে গেলাম আমরা। ক্লাসিক্যাল ম্যাচ, রোমাঞ্চকর জয়। নিঃসন্দেহে বিশ্বকাপের সেরা ম্যাচ এটি।
শচীন টেন্ডুলকার: সেমিফাইনালে এমন অসাধারণ লড়াই করে কোনো দলকে হেরে যেতে দেখাটা খুবই কষ্টকর। দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত খেলেছে। অসাধারণ ক্রিকেট ম্যাচ উপহার দিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠায় নিউজিল্যান্ডকে অভিনন্দন।
দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী: তোমাদের অভিবাদন। তোমরা বীরের মতো লড়াই করেছো। দেশকে সম্মানের সঙ্গে প্রতিনিধিত্ব করেছো।
জ্যাক ক্যালিস: ক্রিকেটের জন্য এটি অসাধারণ ও রোমাঞ্চকর ম্যাচ। দক্ষিণ আফ্রিকা আজ হারেনি। নিউজিল্যান্ড জিতেছে। নিউজিল্যান্ড বেশি ভালো খেলেছে। গোটা টুর্নামেন্টে যেই খেলা উপহার দিয়েছে ডি ভিলিয়ার্সের দল, তাতে করে প্রোটিয়াদের ‘গর্বিত’ হওয়া উচিত।
কেভিন পিটারসেন: দক্ষিণ আফ্রিকা ‘চোক’ করেনি। তারা আজ তাদের চেয়ে শক্তিশালী দলের কাছে পরাজিত হয়েছে। এবি (ডি ভিলিয়ার্স) দলকে অসাধারণ নেতৃত্ব দিয়েছে। কিন্তু নিউজিল্যান্ড অসাধারণ খেলেছে। মেলবোর্নের ফাইনালে দেখা হবে!
শেন ওয়ার্ন: কী অসাধারণ ম্যাচ উপহার দিয়েছে দল দুটি। হেরে যাওয়ার পরও দক্ষিণ আফ্রিকার মাথা উঁচু করে দাঁড়ানো উচিত। সামর্থ্যের সবটুক নিংড়ে দিয়ে তোমরা সবাইকে গর্বিত করেছো।
স্টিভেন ফ্লেমিং: অবিশ্বাস্য ম্যাচ! ব্লাকক্যাপসরা যা করে দেখিয়েছি তাতে করে আমি গর্বিত। দুর্দান্ত খেলেও দক্ষিণ আফ্রিকা বিদায় নেয়ায় তাদের জন্য খারাপও লাগছে।
মাইকেল ভন: রোমাঞ্চকর খেলা উপহার দিয়েছে দু’দল। কি ফিনিশিংটা-ই না করে দেখালো গ্রান্ট ইলিয়ট।
জেসন গিলেস্পি: আমার দেখা বিশ্বকাপ সেমিফাইনালের অন্যতম সেরা ম্যাচ। নিউজিল্যান্ডকে অভিনন্দন।
মাহেলা জয়াবর্ধনে: কী সেমিফাইনালই না দেখলাম। দক্ষিণ আফ্রিকান বন্ধুদের জন্য খারাপ লাগছে। নিউজিল্যান্ডকে অভিনন্দন।
শোয়েব আখতার: আমার দেখা সেরা সেমিফাইনাল এটি। দক্ষিণ আফ্রিকার জন্য খারাপ লাগছে। তবে যোগ্য দল হিসেবেই নিউজিল্যান্ড ফাইনালে উঠেছে।
এমআর/আরআই