শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাগেরহাট
বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত তৃতীয়বারের মতো অনুষ্ঠিত শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাগেরহাট জেলা। মঙ্গলবার তারা ফাইনালে রাজশাহীর এ এইচ এম কামরুজ্জামান স্মৃতি সংসদকে ১-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন ইয়কো। খেলা শেষে বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।
এদিকে ফাইনাল খেলার শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা সড়ক ও সেতুমন্ত্রী মো. ওবায়দুল কাদের বলেন, খেলার মাঠে রাজনীতি আনবেন না। খেলোয়াড়দের স্টেডিয়ামমুখী করতে পারলে যুবসমাজ মাদকমুক্ত থাকবে। আজ যুবসমাজের একটি অংশকে ইয়াবা, ফেনসিডিলে ঘিরে ফেলেছে। যুবসমাজকে নেশার কবল থেকে মুক্ত করে মাঠে আনতে ক্রীড়া সংগঠকদের অগ্রণী ভূমিকা নিতে হবে।
তিনি আরও বলেন, ‘আমি আগে যখন ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলাম তখন এই স্টেডিয়ামের উন্নয়ন কাজ শুরু হয়েছে। আজ সেই স্টেডিয়াম আমার দুঃসময়ের নিকট সঙ্গী শেখ হেলালের নামে নামকরণ করায় আমি অত্যন্ত খুশি হয়েছি। ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এই স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়াম করার যে ঘোষণা দিয়েছেন, আশা করি তিনি সেটা দ্রুতই বাস্তবায়ন করবেন।`
বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা এমপি হ্যাপী বড়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ হায়দার আলী বাবু।
শওকত আলী বাবু/এমআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ আমি বেগম জিয়ার হাত থেকেই রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি: নান্নু
- ২ খালেদা জিয়ার মৃত্যু: ফাইনাল বাতিল করে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা
- ৩ প্রয়াত খালেদা জিয়ার স্মৃতিচারণ করে যা বললেন বিসিবি সভাপতি
- ৪ বিপিএলে নাটকীয় মোড়, বাতিল হওয়া ম্যাচের সূচি পরিবর্তন
- ৫ ২০১১ বিশ্বকাপ নির্বিঘ্ন করতে আইসিসিকে চিঠি দিয়েছিলেন খালেদা জিয়া