ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শুভ জন্মদিন রোনালদো-নেইমার

প্রকাশিত: ০৯:৪১ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

দুজনই এ সময়ে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়। দুজনই খেলেন স্প্যানিশ লিগে। আর আজ ৫ ফেব্রুয়ারি দুজনেরই জন্মদিন! বলা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের কথা। রোনালদো পা দিলেন ৩২ এ আর নেইমার ২৪ এ।

রোনালদোর জন্ম ১৯৮৫-এ, পর্তুগালের মাদেইরা শহরে। মা-বাবা নাম রেখেছিলেন তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে মিল রেখে। ছোটবেলায় ছিলেন অত্যন্ত গোবেচারা, নিরীহ প্রকৃতির। শৈশবে সমবয়সী নয়, খেলতে পছন্দ করতেন বড়দের সঙ্গে। বড়দের সঙ্গে খেলার সময় অনেক বেশ লাথি খেতে হতো। তবুও  হতোদ্যম হতেন না। ছোটবেলা থেকেই অনুভব করতেন ফুটবলার হতে হবে। ফুটবলার হওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়েই মাত্র ১২ বছর বয়সে খেলা শুরু করেন স্পোর্টিং দ্য লিসবোয়াতে। একপর্যায়ে মাদেইরা থেকে পরিবার-পরিজন ছেড়ে চলে আসেন। এরপর কেবলই এগিয়ে চলার গল্প। বর্তমানে খেলছেন রিয়াল মাদ্রিদের হয়ে।

এদিকে ব্রাজিলের সব কিংবদন্তীদের সবকিছুর প্যাকেজ যার মধ্যে, তিনি নেইমার ডা সিলভা সান্তোস জুনিয়র। মাত্র ৯ বছর বয়সে পেলের স্মৃতিবিজড়িত ক্লাব সান্তোসে নাম লেখান। ২০১৩ মৌসুমে সান্তোসের সঙ্গে গাঁটছড়া ছিন্ন করে যোগ দিয়েছেন স্বপ্নের ক্লাব বার্সেলোনায়।

এমআর/পিআর

আরও পড়ুন