ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রিভিউ নিয়ে এবার বেঁচে গেলেন সাকিব

প্রকাশিত: ১১:২১ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

আম্পায়ার জোয়েল উইলসনের ক্ষেত্রেই বারবার ঘটছে ঘটনাটা। আজ সকালেই একবার তাসকিনকে আউট দিয়েছিলেন তিনি। পরে রিভিউ নিয়ে বেঁচে গেলেন তাসকিন। এবার দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসানকে আউট দিয়ে দিলেন। রবীন্দ্র জাদেজার বলে জোরালো আবেদনের মুখে সঙ্গে সঙ্গেই আঙ্গুল তুলে দিলেন উইলসন।

সাকিব নিশ্চিত ছিলেন, এটা আউট নয়। বল তার ব্যাটে লাগেনি। এলবিরও সম্ভাবনা কম। সুতরাং সাকিবও কাল বিলম্ব না করে রিভিউ চাইলেন। আম্পায়ার জোয়েল উইলসন বাধ্য হলেন রিভিউর আদেশ দিতে। শেষ পর্যন্ত টিভি রিপ্লেতে দেখা গেলো তার ব্যাটেই বল লাগেনি। লেগেছে প্যাডে।

এরপর চেক করা হলো এলবির সম্ভাবনা ছিল কি না। এবারও দেখা গেলো, বল স্ট্যাম্প মিস করে চলে যেতো অনেক ওপর দিয়ে। আউটের কোনো সম্ভাবনা না দেখে জোয়েল উইলসন নিজের অপরাধ স্বীকার করে নিয়ে আউটের সিদ্ধান্ত বাতিল করে নিলেন।

sohelদিনের শুরুতে বাংলাদেশের প্রথম ইনিংসে অবশ্য বিরাট কোহলির আবেদনে সাড়া না দেয়ায় ভারত রিভিউ নিয়েছিল। তাতে হেরে গিয়েছিলেন বিরাট কোহলিই। সব মিলিয়ে গতকাল এবং আজ মিলিয়ে কোহলি রিভিউ হারলেন তিনবার।

এরপর বাংলাদেশের প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজার বলে তাসকিনের বিপক্ষে আবেদন উঠতেই আম্পায়ার জোয়েল উইলসন আঙ্গুল তুলে দিয়েছিলেন। তবে তাসকিনের সঙ্গে আলাপ করে রিভিউ চেয়ে বসলেন মুশফিকুর রহীম। টিভি আম্পায়ার তাসকিনের ব্যাটেই বল লাগেনি। ঋদ্ধিমান সাহার গ্লাভসে বল গিয়েছে তার প্যাডের কানায় লেগে। তাতেই ভারতীয়রা উইকেট পাওয়ার আনন্দে উল্লসিত হয়েছে। শেষ পর্যন্ত নিজের অপরাধ স্বীকার করে নিয়ে সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন আম্পায়ার।

braverdrink

আইএইচএস/এনইউ/আরআইপি

আরও পড়ুন