আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের বর্ণিল মুহূর্তগুলো (দেখুন ছবিতে)
বুধবার সন্ধ্যায় ইডেনে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল উৎসবের। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে যুবভারতী ক্রীড়াঙ্গনে বসেছিল চাঁদের হাট। 
বলিউড ও টলিপাড়ার তারকা থেকে আম জনতার ভিড় উপচে পড়েছিল স্টেডিয়ামে। সেই সবের কিছু বর্ণিল ছবি জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো : 
ইডেনের আকাশে রাঙ্গা হয়ে উঠেছে আতসবাজিতে

মঞ্চে অনুষ্কা, দর্শকাসনে তখন বিরাট
বৃষ্টির পর আইপিএল উদ্বোধনীর সময় ঝলমলে হয়ে উঠেছে ইডেনের আকাশ


মঞ্চ মাতাচ্ছেন হৃত্বিক রোশন
এআরএস/বিএ/পিআর