বাংলাদেশের ৫ উইকেটের জয়
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ উইকেটের সহজ জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর এ জয়ে ৭ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন আবদু গারিয়েন। এ ছাড়া ৩৫ রান করেছেন টনি ডি জোজি। দুটি করে উইকেট নিয়েছেন সালেহ আহমেদ শাওন ও সঞ্জিত সাহা।
১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ যুব দল। নাজমুল হোসেন ৩৯ রান করে অপরাজিত ছিলেন। ৪টি উইকেট নিয়েছেন সেন আন্দ্রে।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৩ ও ১৫ এপ্রিল দুই দলের মধ্যকার তৃতীয় ও চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৮, ২১ ও ২৩ এপ্রিল সিরিজের শেষ তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এমআর/বিএ/আরআই
সর্বশেষ - খেলাধুলা
- ১ আমি বেগম জিয়ার হাত থেকেই রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি: নান্নু
- ২ খালেদা জিয়ার মৃত্যু: ফাইনাল বাতিল করে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা
- ৩ প্রয়াত খালেদা জিয়ার স্মৃতিচারণ করে যা বললেন বিসিবি সভাপতি
- ৪ বিপিএলে নাটকীয় মোড়, বাতিল হওয়া ম্যাচের সূচি পরিবর্তন
- ৫ ২০১১ বিশ্বকাপ নির্বিঘ্ন করতে আইসিসিকে চিঠি দিয়েছিলেন খালেদা জিয়া