রোনালদোর নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করবে রিয়াল
রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখে পরের ম্যাচে নিষিদ্ধ হওয়া রোনালদোর এমন নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করবে রিয়াল মাদ্রিদ ক্লাব। লীগে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে সফরকারী হিসেবে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই রিয়ালকে চাপে রাখে রায়ো ভায়োকানো। প্রথমার্ধে রিয়ালকে গোলের পরিকল্পনা করার সুযোগ দেয়নি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও পরিস্থিতি সেদিকেই এগোচ্ছিলো।
কিন্তু ৬৮ মিনিটে দলকে চিন্তামুক্ত করেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গোল করে দলকে এগিয়ে দেয়ার পাশাপাশি নিজেও স্পর্শ করেন অনন্য এক মাইলফলক। রিয়ালের জার্সি গায়ে ২৮৮তম ম্যাচেই ছুঁয়ে ফেলেন ৩০০তম গোলের মাইলফলক। এমন অর্জনে ম্যাচ শেষে আনন্দে দিশেহারা হয়ে যাওয়ার কথা রোনালদোর। কিন্তু সেটি আর করতে পারছেন না তিনি। কারণ হলুদ কার্ড দেখে লীগের পরের ম্যাচেই নিষিদ্ধ রোনালদো।
৫১ মিনিটে রায়ো ভায়োকানোর সীমানায় ফাউলের শিকার হন রোনালদো। কিন্তু রেফারির বাশিঁ পক্ষে গিয়েছে রায়ো ভায়োকানোর। ফাউলের শিকার হয়ে ডাইভ দেয়ার অপরাধে রোনালদোকেই হলুদ কার্ড দেখান ম্যাচের রেফারি। ফলে পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হন রোনালদো। কারণ লীগের নিয়মানুযায়ী কোনো খেলোয়াড় পাঁচটি হলুদ কার্ড দেখলে এক ম্যাচ নিষিদ্ধ হন। সেই মোতাবেক আগামী শনিবার খেলতে পারবেন না রোনালদো।
তবে রোনালদোর এমন নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করার সিদ্বান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের পক্ষ থেকে তেমনটাই জানিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি।
তিনি বলেন, ‘রোনল্ডোকে কারণ ছাড়াই হলুদ কার্ড দেখিয়েছে রেফারি। এটা অবিশ্বাস্য। রোনালদোর এই হলুদ কার্ডের বিপক্ষে আমরা আপিল করবো।’
একে/পিআর
সর্বশেষ - খেলাধুলা
- ১ আমি বেগম জিয়ার হাত থেকেই রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি: নান্নু
- ২ খালেদা জিয়ার মৃত্যু: ফাইনাল বাতিল করে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা
- ৩ প্রয়াত খালেদা জিয়ার স্মৃতিচারণ করে যা বললেন বিসিবি সভাপতি
- ৪ বিপিএলে নাটকীয় মোড়, বাতিল হওয়া ম্যাচের সূচি পরিবর্তন
- ৫ ২০১১ বিশ্বকাপ নির্বিঘ্ন করতে আইসিসিকে চিঠি দিয়েছিলেন খালেদা জিয়া