ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ম্যাককালামের শতকে চেন্নাইয়ের সংগ্রহ ২০৯

প্রকাশিত: ১২:২১ পিএম, ১১ এপ্রিল ২০১৫

আইপিএল এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ম্যাককালামের শতকের উপর ভর করে ২০৯ রান সংগ্রহ করেছে চেন্নাই সুপার সিং। ম্যাককালাম ১০০ রান নিয়ে অপরাজিত থাকেন।

এর আগে সানরাইজ হায়াদ্রাবাদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী দুই ব্যাটসম্যান ম্যাককালাম আর স্মিথ ৭৫ রানের উড়ন্ত সূচনা এনে দেন। ২৭ রান করে স্মিথ রান আউট হন।  

এরপর  রায়নাকে সাথে নিয়ে ৬০ আর অধিনায়ক ধোনির সাথে ৬৫ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহের সাথে সাথে তুলে নেন এবারের আসরে নিজের প্রথম সেঞ্চুরি। রায়না ১৪ আর ধোনি ৫৩ রান করে আউট হন। সানরাইজ হায়াদ্রাবাদের পক্ষে বোল্ট নেন ১ উইকেট।

এমআর/আরআইপি