ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রধানমন্ত্রীর ফোন সাহস যুগিয়েছে : মাশরাফি

প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১১ এপ্রিল ২০১৫

বিশ্বকাপে নিজেদের অসাধারণ পারফর্মেন্সের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ব্যাপক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি বলেন, বিশ্বকাপের প্রতিটা ম্যাচের আগে প্রধানমন্ত্রী বারবার ফোন করে আমাদের সাহস যুগিয়েছেন। আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় দলের গণসংবর্ধনা অনুষ্ঠানে মাশরাফি এসব কথা বলেন।

মাশরাফি বলেন, বিশ্বকাপের আগে প্রস্তুতি মাছগুলো হেরে আমরা একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। কিন্তু মূল খেলার আগে প্রধানমন্ত্রী আমাদের সাথে বার বার কথা বলেছেন এবং সাহস যুগিয়েছেন। এসময় তিনি প্রধানমন্ত্রীকে ক্রিকেটের একজন বড় ফ্যান হিসেবে উল্লেখ করেন।

ক্রিকেটবোর্ডকে ধন্যবাদ জানিয়ে মাশরাফি বলেন, আমাদের ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি কেননা আমাদের অনুশীলনের বিষয়ে বোর্ডের দারুণ সহায়তা পেয়েছি।

সবশেষে মাশরাফি বাংলাদেশের ক্রিকেট অনুরাগী ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা আমাদের পাশে সবসময় ছিলেন বলেই আমরা ভালো করতে পারি। সামনে পাকিস্তানের সাথে সিরিজ। আশাকরি সেসময়েও আমরা আপনাদের পাশে পাবো।

এমআর/আরআই