ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফ্রেঞ্চ লিগ কাপের শিরোপা জিতলো পিএসজি

প্রকাশিত: ০৯:১৯ এএম, ১২ এপ্রিল ২০১৫

ইব্রাহিমোভিচ ও এডিনসন কাভানির জোড়া গোলে ফ্রেঞ্চ লিগ কাপে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুললো ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই। এ নিয়ে ফ্রেঞ্চ লিগ কাপের টানা দ্বিতীয় আর আসরে মোট পঞ্চম বারের মত শিরোপা জিতলো পিএসজি।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ হলেও,এদিন আবারো চমক দেখান ইব্রা। ম্যাচের ২১ মিনিটে তার করা গোলেই এগিয়ে পিএসজি। বিরতির আগে ৪১ মিনিটে আবারো ইব্রা দলের লিড দ্বিগুণ করেন। বিরতির পর গোলের কিছু সুযোগ পেয়েছিল লরেন্ত ব্লা’র দল।

তবে সেগুলো কাজে না আসলেও,ম্যাচের ৮০ ও যোগ করা সময়ে এডিনসন কাভানির গোলে,৪-০ গোলের জয়ের নিয়ে ফ্রেঞ্চ লিগ কাপের শিরোপা নিশ্চিত করে পিএসজি।

এমআর/আরআইপি