ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

প্রকাশিত: ০৬:৩৯ এএম, ১৩ এপ্রিল ২০১৫

টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সোমবার দুপুর সাড়ে ১২টায় ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ১টি টি টুয়েন্টি খেলবে পাকিস্তান।

সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। সেই সফরে সব সিরিজ জিতলেও, এবার বাংলাদেশকে বেশ সমীহ করছে দলটি।

এছাড়া বিশ্বকাপের পর, পাকিস্তান দলেও বেশ কিছু পরিবর্তন এসেছে। মিসবাহ-আফ্রিদির অবসরের পর, ওয়ানডে দলের নেতৃত্ব এখন আজহার আলীর কাঁধে। এছাড়া পাকিস্তান দলেও বেশ কিছু তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল পাকিস্তান।

অন্যদিকে, এবারের বিশ্বকাপে বাংলাদেশ দারুণ পারফর্ম করায়, বাড়তি চ্যালেঞ্জ থাকছে আজহারের ওপর। শুক্রবার ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ।

এমআর/পিআর