ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সেমির লক্ষ্যে মাঠে নামছে বার্সা-পিএসজি

প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৫ এপ্রিল ২০১৫

সেমিফাইনালের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজির বিপক্ষে আজ মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।  তবে নিষেধাজ্ঞার কারণে ঘরের মাঠের ম্যাচটিতে খেলতে পারবেন না পিএসজির সবচেয়ে বড় তারকা ইব্রাহিমোভিচ।

এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও দেখা হয়েছিল বার্সা-পিএসজির। যে লড়াইয়ে নিজেদের মাঠে ৩-২ গোলে পাওয়া জয় কোয়ার্টার ফাইনালে পিএসজির খেলোয়াড়দের অনুপ্রাণিত করবেই। অবশ্য ইব্রাহিমোভিচের অনুপস্থিতির ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিনই হবে তাদের জন্য। চেলসির বিপক্ষে শেষ ষোলো দলের লড়াইয়ের ফিরতি লেগে লাল কার্ড দেখায় নিষেধাজ্ঞার শাস্তি পেতে হয়েছে সুইডেনের এই তারকা ফরোয়ার্ডকে।

ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের সেমিফাইনালে পিএসজি সর্বশেষ খেলেছিল দুই দশক আগে, ১৯৯৪-৯৫ মৌসুমে। সেবার তারা কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকেই হারিয়েছিল। এই তথ্যও প্যারিসের দলটিকে অনুপ্রাণিত করতে পারে।

এমআর/আরআইপি