ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ম্যানইউর মুখোমুখি চেলসি

প্রকাশিত: ০৮:৪৫ এএম, ১৮ এপ্রিল ২০১৫

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শেষ করতে চেলসিকে এখনো সাত ম্যাচ খেলতে হবে। কাগজ-কলমে বাকি সাত ম্যাচ থেকে ১২ পয়েন্ট তুলে নিতে পারলেই ২০১০ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপার দেখা পাবে চেলসি। সেই লক্ষ্যে স্ট্যামফোর্ড ব্রিজে আজ রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে হোসে মরিনহোর দল।

চেলসিকে হারাতে পারলে গতি পাবে তৃতীয় স্থানে থাকা রেড ডেভিলদের ট্রফি জয়ের স্বপ্ন। কিন্তু লুই ফন গালের দলকে হারানোর প্রত্যয় নিয়ে চেলসি ডিফেন্ডার গ্যারি কাহিল বলেন, ম্যানইউ এ মুহূর্তে ইন ফর্ম দল। কিন্তু তাদের খেলতে হবে স্ট্যামফোর্ড ব্রিজে। আর আমাদের দলটা শক্তিশালী। তাই ম্যাচটা যে অনেক উত্তেজনাকর হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামবো।

এর আগে প্রিমিয়ার লিগের শুরুতে প্রথম ১০টি হোম ম্যাচ জিতে নেয় চেলসি। পরবর্তীতে স্বাগতিক হয়ে ম্যানসিটি, বার্নলে ও সাউদাম্পটনের বিপক্ষে ড্র করে ‘ব্লুজ’রা। এছাড়া এফএ কাপের চতুর্থ রাউন্ডে তৃতীয় বিভাগের দল ব্রাডফোর্ডের বিপক্ষে স্বাগতিক হয়েও হেরে যায় চেলসি।

চ্যাম্পিয়ন্স লিগেও ঘরের মাঠে পিএসজির বিপক্ষে ২-২ গোলে ড্র করে আসরটি থেকে ছিটকে পড়ে তারা। যদিও স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানইউর সাম্প্রতিক পারফরম্যান্স তেমন ভালো নয়। চেলসির মাঠে সর্বশেষ ১৬ বার স্বাগতিকদের মুখোমুখি হয়ে মাত্র দুবার জয়ের দেখা পেয়েছে ম্যানইউ।

এমআর/এমএস