ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাকিবকে মিস করে গম্ভীরের স্ট্যাটাস

প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১৮ এপ্রিল ২০১৫

আইপিএলে কলকাতা নাইট রাইড়ার্সের হয়ে প্রথম দুই ম্যাচ খেলে পাকিস্তান সিরিজের জন্য দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান। তাই এবার আইপিএলের পুরো আসরে নিজেদের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পেয়ে কিছুটা মন খারাপ অধিনায়ক গৌতম গম্ভীরের।

সাকিবকে নিয়ে নিজের অফিশিয়াল পেজে গম্ভীর লিখেছেন, “সাকিব দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য ছিল। এখন আমাদের দলের কম্বিনেশন পরিবর্তন করতে হবে। এখানে এই নিয়ে ভাবার দুই দিন সময় রয়েছে। অবশ্যই ওকে আমরা দলে চাই। ব্যাটিং-বোলিংয়ে দলের জন্য ও বিরাট সম্পদ”।


কলকাতা যে দুই বার আইপিএল শিরোপার স্বাদ পেয়েছে, সেই দুই বারই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাকিব। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ের পেছনে রেখেছিলেন উল্লেখ করার মতোই অবদান। ৮ ম্যাচে ওভার প্রতি ৬.৫০ রান দিয়ে নিয়েছিলেন ১২ উইকেট। সেবার রান করেছিলেন ৯১।

গত আসরে সাকিব ছিলেন আরও উজ্জ্বল। ১৩ ম্যাচে করেছিলেন ২২৭ রান ও নিয়েছিলেন ১১ উইকেট। গতবারও শিরোপা জিতেছিল কলকাতা।

এমআর/আরআইপি