ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশের ক্রিকেট অনেক উন্নতি করেছে : আফ্রিদি

প্রকাশিত: ০১:১১ পিএম, ২০ এপ্রিল ২০১৫

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সোমবার ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক শহীদ আফ্রিদি।  হোটেল সোনারগাঁওয়ে  গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে গিয়ে আফ্রিদি বলেন,বাংলাদেশের ক্রিকেট আগের চেয়ে অনেক উন্নতি করেছে।

টি-টোয়েন্টি খেলতে  আফ্রিদির সাথে দলের সাথে যোগ দিয়েছেন আরও চারজন পাকিস্তানি ক্রিকেটার। অন্য সদস্যরা হলেন ব্যাটসম্যান আহমেদ শেহজাদ,মোক্তার আহমেদ ও পেসার সোহাইল তানভির। বিমানবন্দর নেমে পাকিস্তানের ক্রিকেটাররা সরাসরি যান টিম হোটেল সোনারগাঁওয়ে।

শেহজাদ,সোহাইলরা গণমাধ্যমের সাথে কথা না বললেও নিরাশ করেননি বিশ্বসেরা হার্ডহিটার আফ্রিদি। তিনি বললেন,ক্রিকেটে বাংলাদেশ আগের চেয়ে উন্নতি করেছে অনেকগুণ। তবে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান পরপর দুই ম্যাচের হার নিয়ে অবশ্য কোন মন্তব্য করেননি স্টাইলিষ্ট ক্রিকেটার আফ্রিদি।

আফ্রিদি আরও বলেন,বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে গেছে। বিশেষ করে বিশ্বকাপ ও বর্তমান সিরিজে তারা দারুণ পারফর্ম করছে। আমার মনে হয়,এই দেশের ক্রিকেট সঠিক পথেই এগুচ্ছে।

আগামী ২৪ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এমআর/এমএস