ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাওয়াশের জন্য উন্মুখ মাশরাফিরা

প্রকাশিত: ০২:২২ এএম, ২২ এপ্রিল ২০১৫

তিন দিনের মধ্যে দুইবার পাকিস্তানকে হারিয়ে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এখন মাশরাফিরা উন্মুখ বাংলাওয়াশের জন্য।

দলের সহকারী কোচ রুয়ান কালপাগে জানিয়েছেন, তৃতীয় ম্যাচের জন্য সাগ্রহে অপেক্ষা করছে মাশরাফির শিষ্যরা। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বুধবার টাইগারদের শেষ ধাপটি শুধু পেরোনো বাকি। সেটি পারলেই ক্রিকেট কীর্তিতে স্বপ্নের উচ্চতায় পৌঁছে যাবে সময়ের সূর্যসন্তানরা।

বাংলাদেশ তাহলে পাকিস্তানকে করবে হোয়াইটওয়াশ! হোয়াইটওয়াশ না, বাংলাওয়াশ!

এএইচ/এমএস