ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওডিআই ও টি২০ সিরিজ ট্রফি হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২৪ এপ্রিল ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কাছে ডেন কেক ওয়ান-ডে ইন্টারন্যাশনাল (ওডিআই) সিরিজ ও ডেন কেক টি২০ সিরিজ ট্রফি হস্তান্তর করেছেন। সফরকারী পাকিস্তান দলকে পরাজিত করে দুটি ট্রফিই বাংলাদেশ ক্রিকেট দল জয় করেছে।

শুক্রবার রাতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হাজার হাজার ক্রিকেট অনুরাগীর বিপুল করতালির মধ্যে শেখ হাসিনা বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে ট্রফি দুটি তুলে দেন।

ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী প্রথমে মাশরাফির হাতে ডেন কেক টি২০ সিরিজ ট্রফি এবং পরে ডেন কেন ওডিআই সিরিজ ট্রফি তুলে দেন।

আনন্দ-উৎফুল্ল শেখ হাসিনা পরে বাংলাদেশ ক্রিকেট দলের গর্বিত খেলোয়াড় ও কোচের সঙ্গে ছবি তোলেন। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে বসে টি২০ সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয় প্রত্যক্ষ করেন। বাংলাদেশী ব্যাটসম্যানের বিজয় সূচক বাউন্ডারির পর পরই নিজের আসন থেকে শেখ হাসিনা দাঁড়িয়ে যান এবং জাতীয় পতাকা উড়িয়ে খেলোয়াড় ও স্টেডিয়ামে সমবেত জনতাকে অভিনন্দন জানান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, শেখ হাসিনা সন্ধ্যা ৭টার দিকে স্টেডিয়ামে প্রবেশ করেন। ক্রীড়া অনুরাগী প্রধানমন্ত্রী স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বসে ম্যাচ উপভোগ করেন।  স্টেডিয়ামের বিশাল টিভি স্ক্রিনে প্রধানমন্ত্রীকে দেখতে পেয়ে দর্শকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকেও প্রধানমন্ত্রীর পাশে বসে ম্যাচ উপভোগ করতে দেখা গেছে।

গত ১৯ এপ্রিলও শেখ হাসিনা মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বসে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওডিআই ম্যাচ উপভোগ করেন। সে খেলায়ও টাইগাররা পাকিস্তানকে পরাজিত করে।

এএ