ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আউট ছিলেন না, দাবি আফ্রিদির

প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২৪ এপ্রিল ২০১৫

টি-টোয়েন্টিতে হারের পর পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদি দাবি করেছেন, ম্যাচের কয়েকটি সিদ্ধান্ত তার দলের বিপক্ষে গেছে।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হারে পাকিস্তান। মুস্তাফিজুর রহমানের বলে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হয়ে ফিরে যান আফ্রিদি।

নিজের আউট হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে আম্পায়ারিং-এর সমালোচনা করেন আফ্রিদি।

“আমি আউট ছিলাম না। তবে (আম্পায়ারের) ভুল হতেই পারে। আইসিসি এই ব্যাপারগুলো দেখবে। একটি সিদ্ধান্ত নয়, দুই বা তিনটি সিদ্ধান্ত এমন হয়েছে। আমার মনে হয়, এই সিদ্ধন্তগুলো আইসিসির নজরে এসেছে।”

শুক্রবারের ম্যাচের দুই আম্পায়ার ছিলেন বাংলাদেশের আনিসুর রহমান ও শরফুদৌলা ইবনে শহীদ।

৯ বলে ১২ রান করা আফ্রিদি মনে করেন, একটি সিদ্ধান্ত একটি ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।

আউটের পর ‘রিভিউ’ এর ইশারা করেন আফ্রিদি। রিভিউ না থাকায় হতাশা নিয়ে মাঠ ছাড়েন তিনি। তিনি জানান, ম্যাচ রেফারির সঙ্গে সভায় না থাকায় রিভিউ আছে কী না জানা ছিল না তার।

এসআরজে