ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আয়ারল্যান্ডের কোচ জন ব্র্যাসওয়েল

প্রকাশিত: ১০:০৮ এএম, ৩০ এপ্রিল ২০১৫

আয়ারল্যান্ড ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে দায়িত্বে পেলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জন ব্র্যাসওয়েল৷ জুন মাসে আরব আমিরাতের বিরুদ্ধে শুরু হতে চলা ইন্টারকন্টিনেন্টাল কাপ থেকে কোচের দায়িত্ব নেবেন ৫৭ বর্ষীয় কিউই ৷ তবে এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচ গুলোতে পর্যবেক্ষকের ভুমিকায় থাকবেন তিনি।

কোচ হিসেবে ব্র্যাসওয়েলের লক্ষ্য ২০১৯-এর মধ্যে আয়ারল্যান্ডকে টেস্টের জন্য প্রস্তুত করা৷ এ সম্পর্কে তিনি বলেন, কোনও দেশকে টেস্ট খেলার যোগ্য করে তোলার থেকে বড় পরীক্ষা আর কিছু হতেই পারে না৷ লড়াই করে কোন কিছু অর্জন করতে আমি সব সময় পছন্দ করি।

চলতি মাসে শেষ হওয়া বিশ্বকাপেও আয়ারল্যান্ডের পারফরম্যান্স নজর কেড়েছিল ক্রিকেটমহলের৷টেস্ট খেলীয় দেশ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকেও হারাতে সফল হয়ে ছিলেন আইরিশরা৷তাই এই দলকে নিয়ে আশা রয়েছে নতুন কোচের৷

নিউজিল্যান্ডের হয়ে ৪১ টি টেস্ট ও ৫৩টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি৷ এর আগে ইংল্যান্ডের কাউন্টি দল গ্লসিস্টারশায়ারের ডিরেক্টরের ভূমিকায় ছিলেন ব্র্যাসওয়েল৷

এমআর/আরআই