ইনজুরিতে রুবেল : ডাক পেলেন আবুল হাসান
প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সাফল্যের পর দ্বিতীয় টেস্টে নামার আগে একটা দুঃসংবাদ শুনল টাইগার শিবির। কাঁধের চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না পেসার রুবেল হোসেনের। তা পরিবর্তে দলে ডাক পেয়েছেন আরেক পেসার আবুল হাসান রাজু।
এর আগে রোববার রুবেলকে দলে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। তবে এর একদিন পরই খুলনা টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করার সময় কাঁধে ব্যথা পাওয়া রুবেলকে দল থেকে সরিয়ে নেয়া হয়েছে। আর তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে আবুল হাসানকে।
খুলনা টেস্টে পাকিস্তানের একমাত্র ইনিংসে ২২ ওভার বল করে ৮২ রান দিলেও কোনো উইকেট পাননি রুবেল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অবশ্য চার উইকেট পেয়েছিলেন। বিশ্বকাপে নিয়েছিলেন আট উইকেট।
এমআর/আরআইপি
সর্বশেষ - খেলাধুলা
- ১ আমি বেগম জিয়ার হাত থেকেই রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি: নান্নু
- ২ খালেদা জিয়ার মৃত্যু: ফাইনাল বাতিল করে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা
- ৩ প্রয়াত খালেদা জিয়ার স্মৃতিচারণ করে যা বললেন বিসিবি সভাপতি
- ৪ বিপিএলে নাটকীয় মোড়, বাতিল হওয়া ম্যাচের সূচি পরিবর্তন
- ৫ ২০১১ বিশ্বকাপ নির্বিঘ্ন করতে আইসিসিকে চিঠি দিয়েছিলেন খালেদা জিয়া