ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অবশেষে জয় দেখছে পাকিস্তান!

প্রকাশিত: ০৭:১১ এএম, ০৯ মে ২০১৫

ওয়ানডেতে বাংলাওয়াশ ও এক মাত্র টি-২০ তে হারের পর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এসে জয় স্বাদ পেতে যাচ্ছে পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে সপ্তম উইকেট হারিয়ে বিশাল হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৪৭ রান। ব্যাট করছেন শুভাগত ও তাইজুল।

চতুর্থ দিনের প্রথম আট ওভার নির্বিঘ্নেই কাটিয়েছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান তামিম ইকবাল ও মমিনুল। কিন্তু নবম ওভারে আঘাত হানেন আজহার। আউট করেন ৪২ রান করা তামিমকে। মাত্র সাত রানের জন্য হাবিবুল বাশারকে টপকে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক বনে যেতে পারেননি এই বাঁ-হাতি ওপেনার।

তিন ওভার পরে মাহমুদউল্লাহও হয়েছেন আজহারের শিকার। ২ রান করে আউট হয়েছেন মাহমুদউল্লাহ। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি প্রথম ইনিংসে ৮৯ রান করে অপরাজিত থাকা সাকিবও। মোহাম্মদ হাফিজের বল উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ধরা পড়েছেন ওয়াহাব রিয়াজের হাতে। প্রথম ইনিংসের পুনরাবৃত্তি ঘটিয়ে ইয়াসির শাহর বলে বোল্ড হয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ১২ রান করলেও এবার রানের খাতা খুলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।

এরপর বিরতি থেকে ফিরে দ্রুত টানা ১১ টেস্টে অর্ধশত করা মমিনুল ও সৌম্য আউট হলে বিশাল হারের শঙ্কায় পড়ে টাইগাররা। ইয়াসির শাহ’র বলে আউট হওয়ার আগে মমিনুল করে ৬৮ রান।

এমআর/আরআই