বাংলাদেশকে ব্যঙ্গ করলো ইমরান খানের দল
গত ৯ মে ঢাকা টেস্টে পাকিস্তানের কাছে বাংলাদেশের হারের পর বাংলাদেশ ক্রিকেট দলকে ব্যঙ্গ করে তাদের ফেসবুক পেজে একটি কার্টুন প্রকাশ করেছে পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক ই ইনসাফ।
এই কার্টুনে দেখা যায়, একটি রয়েল বেঙ্গল টাইগারের পিঠের চামড়া তুলে নিয়ে রোদে দেওয়া হয়েছে। এ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অবমাননার বিষয়টি বুঝতে কারো কষ্ট হয়নি।
উর্দু ভাষায় ব্যঙ্গচিত্রের ওপরে লেখা হয়েছে, ‘দেখো দেখো কৌন আয়া? শের কা শিকারি আয়া!’ বাংলায় অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায়, ‘দেখ দেখ কে এসেছে? বাঘের শিকারি এসেছে!
উল্লেখ্য, তেহরিক ই ইনসাফ দলের প্রধান হচ্ছেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ইমরান খান।
এসআরজে