চেলসির সঙ্গে চুক্তি বাড়ালেন মরিনহো
চেলসিকে ইংলিশ প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন করার পর ক্লাবের সঙ্গে চুক্তি দীর্ঘায়িত করেছেন হোসে মরিনহো। তাই রিয়াল মাদ্রিদে যাওয়ার প্রশ্নই হচ্ছে উঠছে না তার। ইতোমধ্যে মাদ্রিদের ক্লাবে পুরনো কোচ মরিনহোকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা শুরু করেছিলো বিয়াল।
কিন্তু রিয়ালের প্রস্তাব নাকচ করে দিয়েছেন মরিনহো। দু’বছর আগেই রিয়াল থেকে ইংল্যান্ডের ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। আপাতত চেলসিতেই থাকার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।
এদিকে, রিয়ালে জোর দিয়ে চলছে আনচেলোত্তির উত্তরসূরি খোঁজার কাজ। রোনাল্ডোদের নতুন কোচ হওয়ার পছন্দের তালিকায় রয়েছেন প্রাক্তন লিভারপুল কোচ রাফায়েল বেনিতেজ, প্রাক্তন স্প্যানিশ ফুটবলার জুলেন লোপ্তেগুই ও বর্তমানে বুন্দেশলিগা ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের কোচ জার্গান ক্লপ।
এসকেডি/বিএ/পিআর
সর্বশেষ - খেলাধুলা
- ১ আমি বেগম জিয়ার হাত থেকেই রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি: নান্নু
- ২ খালেদা জিয়ার মৃত্যু: ফাইনাল বাতিল করে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা
- ৩ প্রয়াত খালেদা জিয়ার স্মৃতিচারণ করে যা বললেন বিসিবি সভাপতি
- ৪ বিপিএলে নাটকীয় মোড়, বাতিল হওয়া ম্যাচের সূচি পরিবর্তন
- ৫ ২০১১ বিশ্বকাপ নির্বিঘ্ন করতে আইসিসিকে চিঠি দিয়েছিলেন খালেদা জিয়া