পরিবার নিয়ে সুন্দরবন ভ্রমণে মোস্তাফিজ
ঈদ-উল ফিতরের আনন্দ পরিবারের সাথে উদযাপন করছেন জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। ঈদের প্রথম দিন কোথাও না গেলেও দ্বিতীয় দিন পরিবারকে নিয়ে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ঘুরলেন এই তারকা ক্রিকেটার। দিনব্যাপী ভ্রমণ শেষে সন্ধ্যায় নিজের বাড়িতে ফেরেন মোস্তাফিজসহ তার পরিবার।
বুধবার সকাল ৯টায় পরিবারের ৩৫ জন সদস্য নিয়ে শ্যামনগরের সুন্দরবন উপকূলীয় মুন্সিগজ্ঞ এলাকায় পৌঁছায় মোস্তাফিজের পরিবার। সেখান থেকে ট্র্রলারযোগে পশ্চিম সুন্দরবনের কলাগাছি ও তার আশেপাশের এলাকা ভ্রমণ করেন তারা।

এ সময় মোস্তাফিজের ভ্রমণ সঙ্গী ছিলেন বাবা আলহাজ্ব আবুল কাশেম গাজী, মা মাহমুদা বেগম, মেঝো ভাই মোকলেছুর রহমান পল্টু, বন্ধু হাফিজুর রহমান হাফিজসহ পরিবারের সকল সদস্য ও পারিবারিক বন্ধুরা।
ভ্রমণ থেকে ফেরার সময় মোস্তাফিজের মেঝো ভাই মোকলেছুর রহমান পল্টু জাগো নিউজকে বলেন, ‘পরিবারের সকল সদস্য মিলে দিনব্যাপী খুব আনন্দ করেছি। সুন্দরবনের বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি। সব মিলে ৩৫ জন গিয়েছিলাম একসাথে। আগে থেকেই পরিকল্পনা ছিলো, সুন্দরবন ভ্রমণে যাওয়ার। সে অনুযায়ী আজকের এ ভ্রমণ।’

সুন্দরবন ভ্রমণের সময় মোস্তাফিজকে কাছে পেয়ে সুন্দরবনের আগত অন্য দর্শনার্থীরা ঈদের বাড়তি আনন্দ উপভোগ করেন। সকলেই তারকা এই ক্রিকেটারকে কাছে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
সুন্দরবন ভ্রমণের সময় আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টার ভ্রমণ করেন ফিজ পরিবার।
আকরামুল ইসলাম/আইএইচএস/পিআর