ফাইনালের লক্ষ্যে মাঠে নামছে চেন্নাই-মুম্বাই
ভারতীয় প্রিমিয়াম লিগের (আইপিএল) প্রথম কোয়ালিফায়ারে আজ মাঠে নামছে চেন্নাই-মুম্বাই। মুম্বাইয়ের ওয়াংখেড়েয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৮.৩০ মিনিটে।
আইপিএলে ধোনির দল চেন্নাই খুবই ধারাবাহিক। প্রথম চার বছরে দুটি আইপিএল খেতাব দখল করে চেন্নাই। পরবর্তী শেষ তিনটি সংস্করণে সাফল্য শিরোপা না জিতলেও ধারাবাহিক ছিল সিএসকে। তাই আজকের ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করতে মরিয়া ধোনির সিএসকে।
অন্যদিকে আইপিএল এইটে শুরুটা মোটেই ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে টুর্নামেন্ট থেকে দূরে সরে গিয়েছিল রোহিত শর্মার দল। এরপর রিকি পন্টিংয়ের চেষ্টায় ঘুরে দাঁড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাটিংয়ে ধীরে ধীরে উন্নতি করলেও বোলিং ভুগাচ্ছে তাদের। এই দলের হাতিয়ার মালিঙ্গা।
এমআর/আরআইপি
সর্বশেষ - খেলাধুলা
- ১ আমি বেগম জিয়ার হাত থেকেই রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি: নান্নু
- ২ খালেদা জিয়ার মৃত্যু: ফাইনাল বাতিল করে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা
- ৩ প্রয়াত খালেদা জিয়ার স্মৃতিচারণ করে যা বললেন বিসিবি সভাপতি
- ৪ বিপিএলে নাটকীয় মোড়, বাতিল হওয়া ম্যাচের সূচি পরিবর্তন
- ৫ ২০১১ বিশ্বকাপ নির্বিঘ্ন করতে আইসিসিকে চিঠি দিয়েছিলেন খালেদা জিয়া