ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তান সফরে জিম্বাবুয়ের সন্তোষ প্রকাশ

প্রকাশিত: ১০:২২ এএম, ২০ মে ২০১৫

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)সহ আন্তর্জাতিক ক্রিকেটের সবকটি সংস্থার আপত্তির পরেও দেশটিতে সফর করেছে জিম্বাবুয়ে। তবে জিম্বাবুয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান ক্রিকেটকে ফিরিয়ে আনতে এবং তাদেরকে সাহায্য করতেই পাকিস্তানে এসেছে তারা।

লাহোরে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সফরকারী জিম্বাবুয়ে দলের প্রধান ও সাবেক জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের নির্বাহী ওজিয়াস বুভুটি।

বুভুটি বলেন, আমরা পাকিস্তানকে সমর্থন দিতে এসেছি। আমরা এখানে এসেছি ক্রিকেট খেলতে। এখানে আসার পর নিরাপত্তা ব্যবস্থা দেখেও আমরা সন্তুষ্ট।

জিম্বাবুয়ে দলের অধিনায়ক এলটন চিগাম্বুরা বলেন, এখানে আসতে পেরে আমি অনেক আনন্দিত। পাকিস্তান সরকার এবং পিসিবি এই সফরে জন্য অসাধারণ ব্যবস্থা নিয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তানে ১৩ দিনের এই সফরে দুইটি টি-২০ সহ তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।

এমআর/আরআই