ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হাই পারফরমেন্স দল ঘোষণা

প্রকাশিত: ১০:০৪ এএম, ২৫ মে ২০১৫

দেশের ক্রিকেটকে আরও শক্তিশালী করতে, দীর্ঘ ৮ বছর পর বিসিবি আবারও শুরু করতে যাচ্ছে হাই পারফরম্যান্স ইউনিটের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় আগামী মাসে শুরু হতে যাওয়া হাই পারফরম্যান্স ইউনিটের ২২ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে ব্যাটিং, পেস বোলিং, স্পিন এবং ফিল্ডিং-এই চার বিভাগে পৃথক উদ্যোগ নেওয়া হয়েছে। হাই পারফরম্যান্স টিমের প্রধান পরিচালক হিসেবে আছেন ইংলিশ কাউন্টি ক্লাব হ্যামশায়ারের প্রাক্তন প্রধান কোচ পল টেরি।

২২ ক্রিকেটারের তালিকা :
টপ অর্ডার: রনি তালুকদার, লিটন কুমার দাস ও মো. সাদমান ইসলাম।
মিডল অর্ডার : মো. তাসামুল হক, মো. মাহমুদুল হাসান, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত, মো. মিঠুন ও তাইবুর রহমান পারভেজ।

স্পিনার : জুবায়ের হোসেন লিখন, সাকলাইন সজীব, নিহাদ-উজ-জামান ও নাসুম আহমেদ।
পেসার : মো. মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ চৌধুরী রাহি, শুভাশিষ রায়, মেহেদী হাসান রানা, কামরুল ইসলাম রাব্বি ও দেওয়ান সাব্বির আহমেদ।

উইকেটরক্ষক : কাজী নুরুল হাসান সোহান, জাবিত হোসেন ও ইরফান শুকুর।

এমআর/আরআইপি