ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশ সফরেই ধোনি-কোহলিদের দায়িত্বে সৌরভ!

প্রকাশিত: ১১:২৪ এএম, ২৫ মে ২০১৫

বিদেশের মাটিতে ধোনি বাহিনীর পারফরমেন্সের উন্নতি ও শোচনীয় পরাজয়ের পুনরাবৃত্তি রুখতে সৌরভ গাঙ্গুলির শরণাপন্ন হতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর বাংলাদেশ সফরেই ধোনি-কোহলিদের দায়িত্ব নিতে যাচ্ছেন ভারতের প্রাক্তন এই অধিনায়ক। কিন্তু টিম ডিরেক্টর না হাই পারফরম্যান্স ম্যানেজার নাকি কোচ, কোন ভূমিকায় সৌরভকে দেখা যাবে তা নিশ্চিত করতেই বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকে বসেছেন বোর্ড সচিব।

তবে সৌরভও বোর্ডকে সাফ জানিয়েছেন, স্বল্পদিনের জন্য কোনও দায়িত্ব নিতে রাজি নন তিনি। দীর্ঘমেয়াদী চুক্তি না হলে তিনি ভারতের দায়িত্ব নেবেন না। ২০১৯ সালের বিশ্বকাপের জন্য ভারতীয় দলকে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তবে, ভারতীয় দলের কোচ হলে সৌরভকে সিএবি-এর প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিতে হবে।

এর আগে একসময় তাঁর হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় ক্রিকেট। পরাজয়েই অভ্যস্ত একটা দল নতুন করে জিততে শিখেছিল। তাঁর আমলেই ব্যক্তিকেন্দ্রিক স্বত্ত্বা কাটিয়ে `দল` হয়ে উঠেছিল টিম ইন্ডিয়া। চেষ্টা করলে বিদেশের মাটিতেও জেতা যায়, বুঝিয়েছিল সৌরভের নেতৃত্বাধীন দল। উত্থান হয়েছিল একঝাঁক নতুন তারকার।

সৌরভ ভারতের দায়িত্ব নেওয়া মানে, ভারতীয় দলে সেই বহু আকাঙ্খিত গাঙ্গুলি-ধোনি কম্বিনেশন। বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের সহাবস্থান ভারতীয় দলকে কতটা সমৃদ্ধ করবে তার উত্তর ভবিষ্যতের কাছে।

এমআর/আরআইপি