শীর্ষ আয়ের দশ খেলোয়াড়
প্রতি বছর খেলোয়াড়দের বার্ষিক আয়ের একটা হিসাব প্রকাশ করে ইএসপিএন সাময়িকী। তাতে দেখা যাচ্ছে গত ২ মে ম্যানি প্যাকিয়াওকে হারিয়ে ওয়ার্ল্ড বক্সিং অর্গানাইজেশনের খেতাব জেতায় চলতি বছরের সবচেয়ে আয় করা খেলোয়াড় হয়েছেন মেওয়েদার। প্রায় ৫০ কোটি ডলারের লড়াইটি থেকে আনুমানিক ২৫ কোটি ডলার আয় করেছেন মেওয়েদার। আর প্যাকিয়াওয়ের আয় হয়েছে ১৫ কোটি ডলার।
অন্যদিকে মেওয়েদারের আয়ের ধারেকাছেও নেই রোনালদো। তার আয় মেওয়েদারের পাঁচ ভাগের এক ভাগ! মেসির অবস্থা কাছাকাছি হলেও তিনি রোনালদোর থেকে এ বছর খানিকটা এগিয়ে আছেন। চলতি বছরের সেরা আয়ের তালিকায় প্রথমে আছেন দুই বক্সার। তারপরেই আছেন মেসি-রোনালদো। মেসির আয় ৫ কোটি ৬৩ লাখ ডলার এবং রোনালদোর ৫ কোটি ডলার। এছাড়া শীর্ষ দশে আছেন ফর্মুলা ওয়ান ও বেসবল তারকারা।
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা দশ খেলোয়াড় (টাকায়):
১. ফ্লয়েড মেওয়েদার (বক্সিং): ১,৯৪৪ কোটি
২. ম্যানি প্যাকিয়াও (বক্সিং): ১,১৬৬ কোটি
৩. লিওনেল মেসি (ফুটবল): ৪৩৮ কোটি
৪. ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবল): ৩৯০ কোটি
৫. সেবাস্তিয়ান ভেত্তেল (ফর্মুলা ওয়ান): ৩৮৮ কোটি
৬. ফার্নান্দো আলোনসো (ফর্মুলা ওয়ান): ৩১১ কোটি
৭. জ্লাতান ইব্রাহিমোভিচ (ফুটবল): ২৭৩ কোটি
৮. লুইস হ্যামিল্টন (ফর্মুলা ওয়ান): ২৪১ কোটি
৯. ক্লেটন কারশ (বেসবল): ২৪১ কোটি
১০. জাস্টিন ভারল্যান্ডার (বেসবল): ২১৮ কোটি
এমআর/আরআই