ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ক্ষতিপূরণ‍ পাচ্ছেন আনচেলত্তি

প্রকাশিত: ১০:২১ এএম, ২৭ মে ২০১৫

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদকে বড় কোনো শিরোপা এনে দিতে না পারায় বরখাস্ত করা হয়েছে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে। তবে তিন বছরের চুক্তির মেয়াদের এক মৌসুম বাকি থাকতে ছাটাইয়ের জন্য ক্লাবের পক্ষ থেকে ৪ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দেওয়া হবে তাকে।

৫৫ বছর বয়সী রোনালদোদের সাবেক কোচ বছরে ৮ মিলিয়ন ইউরো বেতন পেতেন। যদিও ইতালিয়ান কোচের পুরো বেতনই পাওয়ার কথা। কিন্তু মৌসুম শুরু না হওয়ায় চুক্তির শর্ত অনুযায়ী অর্ধেক পাচ্ছেন তিনি।

এর আগে ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে ২০১৩-১৪ মৌসুমে রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন আনচেলত্তি। প্রথম মৌসুমে ‘লা ডেসিমা’জেতানোর পর উয়েফা সুপার কাপ,কোপা ডেল রে ও ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি জিতিয়েছেন তিনি। কিন্তু দায়িত্বের দু’বছরে লিগ শিরোপা এনে দিতে পারেননি মাদ্রিদিস্তাদের। আর সর্বশেষ মৌসুম শিরোপাশূন্য কাটানোর পর বরখাস্তই হলেন।

স্প্যানিশ মাধ্যমে খবর এসেছে,লিভারপুল বা দ্বিতীয় মেয়াদে এসি মিলানের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি।

এমআর/পিআর