ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্যামসাংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুশফিক

প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৭ মে ২০১৫

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এখন থেকে মুশফিক স্যামসাং মোবাইল, কনজ্যুমার ইলেকট্রনিক্স এবং আইটি পণ্যের দূত হিসেবে কাজ করবেন। বুধবার ঢাকার এক অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সি এস মুন বলেন, খেলাধুলা সাধারণ মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর বাংলাদেশে এই চেতনার সবচেয়ে বড় উদ্দীপক হলো ক্রিকেট। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মুশফিকুর রহিমের স্যামসাং পরিবারের সদস্য হওয়ার মাধ্যমে স্যামসাংয়ের ক্রিকেটের সঙ্গে যাত্রা শুরু হলো।

মুশফিকুর রহিমের সঙ্গে স্যামসাংয়ের যাত্রা অসাধারণ হবে এবং ‘মি. ডিপেন্ডেবল’ হিসেবে তিনি স্যামসাং এর ব্র্যান্ডকে আরো সমুজ্জ্বল করতে সহায়ক হবেন বলে আশা প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

অ্যাম্বাসেডর হওয়া ব্যাপারে মুশফিকুর রহিম বলেন, স্যামসাং শুধুমাত্র প্রযুক্তিগত উৎকর্ষতার জন্যই নয়, বিশ্বব্যাপী খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততার জন্যও বিশেষভাবে পরিচিত। বিশ্বখ্যাত এই ব্র্যান্ডটির সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি গর্বিত। প্রযুক্তি, ডিজাইন এবং মানের দিক দিয়ে স্যামসাং পণ্য সর্বোত্তম। আর সর্বোত্তম পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত।

স্যামসাং বাংলাদেশ আশা করছে যে মুশফিকুর রহিমের ধারাবাহিকতা প্রতিষ্ঠানটির ব্র্যান্ড পরিচয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

এমআর/একে/আরআই