হ্যান্ডবলে বাংলাদেশ পুলিশের জয়
প্রতীকী ছবি
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ পুলিশ পুরুষ হ্যান্ডবল দল ৩৬-২৮ গোলে পশ্চিমবঙ্গ পুরুষ হ্যান্ডবল দলকে পরাজিত করেছে।
বিজয়ী দল প্রথমার্ধে ২২-১৪ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশ পুলিশের পক্ষে মাহবুব ও আরিফ ৮টি করে এবং মোহন ও হেলাল ৫টি করে গোল করেন। অন্য খেলায় বিজেএমসি প্রমীলা হ্যান্ডবল দল ২৪-২০ গোলে পশ্চিমবঙ্গ প্রমীলা হ্যান্ডবল দলকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৩-৯ গোলে এগিয়ে ছিল।
এআরএস/এমএস