ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বেলিস
ইংল্যান্ড ক্রিকেট দলের নবনিযুক্ত প্রধান কোচ দুই বার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন বলে জানালেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার জিয়ফ লসন। ৫২ বছর বয়সী ট্রেভর বেলিসকে মঙ্গলবার প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
অস্ট্রেলিয়ার ঘরোয়া দল নিউ সাউথ ওয়ালসের বোলিং কোচ লসন বলেন, ২০১৪ সালে পিটার মুরস দায়িত্ব নেয়ার আগে দুই বার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তার সাবেক সতীর্থ। সে সময় তিনি ‘না’ বলেছিলেন এবং প্রকৃতপক্ষে গত সপ্তাহে তিনি আবারো ‘না’ বলেছিলেন।
লসন বলেন, বেলির এমন সিদ্ধান্তের মূল কারণ ছিল ইংল্যান্ডের সহকারী কোচ পল ফারব্রেচকে কাজ করার সুযোগ করে দেয়া।
৫৭ বছর বয়সী লসন বিবিসি রেডিওকে বলেন, এই দু’জন অতীতে কেন্ট ও শ্রীলংকায় একত্রে কাজ করেছেন। তাদের মধ্যে কাজের সম্পর্কটা বেশ ভালো এবং বেলিস চাইতেন তার পাশে এমন কেউ থাকুক যাকে বিশ্বাস করা যায় ও তারা ভাল কিছু করতে পারেন এবং ইসিবি তাকে খুবই ভাল একটি প্রস্তাব দিয়েছে।
ইতোপুর্বে ২০০৭-০৯ সালে ইংল্যান্ডের কোচের দায়িত্ব পালন করা মুরকে মে মাসে দ্বিতীয়বার বরখাস্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার বেলিস ২০০৩ সালে স্বল্প কিছু দিন কাউন্টি ক্লাব কেন্টের এবং ২০০৭-২০১১ পর্যন্ত শ্রীলংকা জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন।
ইংল্যান্ডের প্রস্তাব গ্রহণ করার আগে অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়ালস ও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্ব পালন করেছেন বেলিস।
লসন আরো বলেন, বছরে ছয়-সাত সপ্তাহ কাজ করে আইপিএলে তিনি খুবই সন্তুষ্ট ছিলেন উপরন্ত বাকি সময়টা তিনি নিউ সাউথ ওয়ালসকে দেখাশোনা করতেন।
২০ বছর আগে অস্ট্রেলিয়া দলের কোচের দায়িত্ব পালন করা বেলিস আগামী জুলাইয়ে নিজ দেশের বিপক্ষে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের আগে ইংল্যান্ড দলের দায়িত্ব গ্রহণ করবেন।
আরএস/পিআর