আইসিসি সভাপতি হচ্ছেন না নাজাম শেঠি
মুস্তফা কামালের পদত্যাগের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজাম শেঠিকে অর্ন্তবর্তীকালীন সময়ের জন্য আইসিসির সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পাকিস্তানের সাবেক এই সভাপতি।
সোমবার নাজাম শেঠি তার টুইটে বলেন, আইসিসির সভাপতির পদ থেকে আমি সরে এসেছি এবং পদটি অন্য কোন সাবেকের জন্য ছেড়ে দিয়েছি।
উল্লেখ্য, রোটেশন পদ্ধতিতে আইসিসির সভাপতি পদে বিভিন্ন দেশ থেকে একেকজনকে নির্বাচিত করা হয়। সে অনুযায়ী আগামী জুলাই থেকে এক বছর মুস্তফা কামালের কাছ থেকে দায়িত্ব নেওয়ার কথা ছিল পাকিস্তানের নির্বাচিত কোনো একজনের। পাকিস্তান থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, নাজাম শেঠিকেই তারা আইসিসির পরবর্তী সভাপতি পদে দেখতে চান।
এমআর/পিআর