আমিরের আশা জিইয়ে রাখলো আইসিসি
মুহাম্মদ আমিরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়নি এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির প্রধান পরিচালক নির্বাহী ডেভিড রিচার্ডসন।
রিচার্ডসন জানান, স্পট ফিক্সিংয়ের জন্য ক্রিকেট থেকে সে অনেক বছর ধরেই দূরে আছে। তবে সে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হেন্সি ক্রোনিয়ের উদাহরণ টেনে তিনি আরও জানান সাহসী ব্যাক্তিরা তাদের ভবিষ্যৎকে বদলাতে পারে।
তিনি বলেন, আমি খুবই আশাবাদী মুহাম্মদ আমিরও তার ভবিষ্যৎ বদলানোর জন্য একই কাজ করবে।
তিনি আরো যোগ করে বলেন, এখন তার মাত্র ২৩ বছর বয়স, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য এখনও অনেক সময় আছে।
২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের জন্য পাঁচ বছরের নিষেধাজ্ঞায় আছেন পকিস্তানের এই ফাস্ট বোলার। তবে সম্প্রতি আইসিসির নতুন নিয়মের কারণে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমুতি পেয়েছেন আমির।
আরটি/এমএস